স্টাফ রিপোর্টার: সাভারের ধামসোনা ইউনিয়নের উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে সহকারি মৌলভী মোহাম্মদ ইসহাক এবং ইবতেদায়ী প্রধান মজিবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদেরকে আদর্শ ও নৈতিকতার আলোকে গড়ে উঠতে হবে। আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার শক্তি তোমাদের ভেতরেই নিহিত।”
বিদায়ী শিক্ষকদের প্রসঙ্গে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আজকের এই বিদায়ী শিক্ষকরা শুধু শিক্ষক নন, তাঁরা আমাদের পরিবারের অংশ। বিশেষ করে আমি নিজেও তাদের ছাত্র ছিলাম, তাই তাঁদের কাছ থেকে শিক্ষা নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তাঁদের ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তাঁরা যে আন্তরিকতা দেখিয়েছেন তা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম মাস্টার। সার্বিক সহযোগিতায় ছিলেন উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।
Leave a Reply