
স্টাফ রিপোর্টার: সাভারের বনগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও যুবলীগ নেতা আলাউদ্দিন বর্তমানে এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাভার ও আশেপাশের এলাকায় রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। তবে আলাউদ্দিন মেম্বার তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপি নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন মেম্বার পূর্বে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে সুবিধা নিয়েছেন। তাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল রাজিব, ফখরুল আলম সমর, ফারুক হাসান তুহিন, আবু আহমেদ নাসিম পাভেল প্রমুখ উল্লেখযোগ্য। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি বিএনপির সাভার থানা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম নাসিম এবং বনগাঁও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছেন।
বিএনপি কর্মীদের অভিযোগ, আলাউদ্দিন মেম্বার বিএনপি নেতাকর্মীদের সাথে মিশে আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য পাচার করছেন। এছাড়া তার প্রভাব এতটাই যে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। এমনকি বর্তমানে তার সাথে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেও কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস করেন না।
উল্লেখ্য, আলাউদ্দিন মেম্বার পূর্বে যুবলীগের পদধারী নেতা ছিলেন এবং বিভিন্ন সময়ে ব্যানার, ফেস্টুন দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতেন। তবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের পর তিনি তার অবস্থান পরিবর্তন করে বিএনপি নেতাকর্মীদের সাথে মেলামেশা করছেন বলে জানা যায়।
স্থানীয়দের মতে,আলাউদ্দিন মেম্বারের এই রাজনৈতিক দ্বৈত ভূমিকা এবং প্রভাবশালী অবস্থান এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলাউদ্দিন মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সাভারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আলাউদ্দিন মেম্বারের মতো নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা ও সমালোচনা উভয়ই চলছে। স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবেন।
পর্ব-১
Leave a Reply