সাভারে একদিনে ১ লাখ গাছের চারা রোপণ ইউএনও’র

Spread the love

স্টাফ রিপোর্টার:
‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক একদিনে ১ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামীকাল শনিবার (১২ জুলাই) দিনব্যাপী ব্যতিক্রমী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশবাদী সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ঢাকা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক তানভীর আহমেদ।

এদিন সাভারের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক-মহাসড়ক, খাসজমি এবং গ্রামীণ পরিবারভিত্তিক জমিতে এই গাছ রোপণ করা হবে। এর মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের ২৬ কিলোমিটারের পাশাপাশি সবচেয়ে বেশি গাছ লাগানো হবে আশুলিয়া, তেঁতুলঝোড়া, শিমুলিয়া ও ধামসোনা ইউনিয়নে। প্রতিটি ইউনিয়নে থাকবে আলাদা করে ভ্রাম্যমাণ পরিবেশ টিম, যারা গাছ রোপণ, পরিচর্যা এবং পরিবেশ সচেতনতায় কাজ করবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে শিল্পনগরী সাভারকে টেকসই সবুজ শহরে রূপান্তরের এই প্রয়াসে আমরা জনগণের সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘জুন-আগস্ট’ সময়কে ‘সবুজ মাস’ হিসেবে ঘোষণা করেছে। এই সময়ে চলবে বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনার সচেতনতা, ওষুধি গাছ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পেইন।

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন সাভার শাখার সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, সাভারে বর্তমানে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। কলকারখানার বর্জ্যে নদী এবং পরিবেশ দূষণ, নির্বিচারে গাছ কাটা ও বায়ুদূষণের কারণে এ অঞ্চলটি পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার বলেন, এই মহৎ কর্মসূচির পরিকল্পনা করেছিলাম আমি, তবে বাস্তবায়নের পথে যে আন্তরিক সহযোগিতা পেয়েছি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক স্যারদের পক্ষ থেকে তা সত্যিই অনন্য।

তিনি আরও বলেন, পরিবেশ এবং প্রতিবেশসহ জীব বৈচিত্র রক্ষার লক্ষে সকল অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি ভবন ও সড়কের ধারে গাছ লাগানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিবেশ পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সাভারের প্রকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পকারখানার কারণে বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের বিশেষ উদ্যোগ প্রয়োজন। তবে উপজেলা প্রশাসনের এ বৃক্ষরোপণ সবুজয়ান এবং পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে- আসুন, সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। সাভার হোক একটি বাসযোগ্য, সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial