স্টাফ রিপোর্টার:ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাভারে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। সাভার পৌর ও থানা ছাত্রদলের যৌথ আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ঢাক-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নতুন কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈম। তিনি নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে এসেছে। নতুন কমিটির নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদল আরও এগিয়ে যাবে।”
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা ইউসুফ ইসলাম রনি, ফয়সাল হামিদ; থানা ছাত্রদলের পাভেল খান ইফতি, ফয়সাল আহমেদ এবং সাভার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তুষার মাহমুদ।
উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃত্বে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাভারের ছাত্রদল নেতাদের এ উদ্যোগ দলের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
অন্যদিকে, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আশুলিয়া থানা ছাত্রদল বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতাকর্মী।