স্টাফ রিপোর্টার:সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইমান্দিপুর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওমর আলী ডাউর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাঈনুল হোসেন বিল্টু।
প্রধান অতিথির বক্তব্যে বিল্টু বলেন, “বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।উপজেলার প্রতিটা ওয়ার্ডে যাচাই-বাছাই এর মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন করা হবে। এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়,বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।”
এসময় তিনি আরও বলেন, “এমন কোনো ব্যক্তিকে সদস্য বানাবেন না যিনি রাজনৈতিক,সামাজিক এবং এলাকায় বিতর্কিত ব্যক্তি। যারা বিএনপির আদর্শে বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, আমাদের তারেক জিয়ার আদর্শে বিশ্বাসী, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী এবং যে অতীতে অন্য কোন রাজনীতি দল করে নাই তার রাজনীতির শুরুটাই হবে বিএনপি দিয়ে। তবে এমন কোনো বিতর্কিত ব্যক্তিকে সদস্য বানাবেন না যেন বানাতে গিয়ে নিজেরাই বিতর্কিত হন।”
আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম মিয়া, সাভার পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাভার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান,সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ হোসেন ইউসুফসহ উপজেলা ও স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
Leave a Reply