সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্লিল) বিকেলে সাভার আমিনবাজার বেগুনবাড়ি ক্রীড়া সংস্হার আয়োজনে বিএনপি তুরাগ নদীর পাড়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নাামেন্টের আল আমিন ইন্টারপ্রাইজ বনাম আবদুল্লা ইন্টারপ্রাইজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানের আলহাজ কফিল উদ্দিনের সুযোগ্য পুত্র পরিবহন সেক্টরের অন্যতম ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আজহারুল ইসলাম অভি।
এসময় আমিনবাজার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন বলেন, বিগত সরকারের আমলে ১৭ বছর আমিনবাজারে কোন খেলা হয় নাই, বর্তমান বিএনপির নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এখন থেকে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন ফালানসহ আমিনবাজার ইউনিয়ন ছাত্রদলসহ হাজার হাজার ফুটবল প্রেমিক।
খেলাটি পরিচালনা করেন রেফারী আবুল কালাম সহকারী অনিক ও অসীম।

নির্ধারিত সময়ে গোলশূন্য দুই দলের ভিতরে ড্র হলে ট্রাইবেকারে বিজয়ী দল আল আমিন এন্টারপ্রাইজ এর হাতে চ্যাম্পিয়ন পুরষ্কারটি তুলে দেন প্রধান অতিথি কফিল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial