স্টাফ রিপোর্টার:বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহীউদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন মুক্ত গণমাধ্যম মঞ্চ।
শনিবার এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শিমুল পারভেজ, সাধারণ সম্পাদক আব্দুল রহিম ও মুখপাত্র মুহাম্মদ আব্দুল্লাহ মজুমদার এক যৌথ বিবৃতি দেন।
অফিস বিভাগের পরিচালক এস এম নাসিম কর্তৃক পাঠানো শোকবার্তায় সংগঠনের নেতারা বলেন—
আলমগীর মহীউদ্দীন আজীবন গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা অপূরণীয়।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার বেলা দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মহীউদ্দীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
Leave a Reply