স্টাফ রিপোর্টার:সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে ছাত্রজনতা হত্যার আসামী সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
তার বিরুদ্ধে বিনোদপুর পল্লীমঙ্গল সমিতির জমি, হিন্দুদের মহাশ্মশানের জমি ও রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ তোলা হয়। এছাড়াও পলাতক আসামী এ চেয়ারম্যান লোকজন দিয়ে এখনো ভূমিদস্যুতা, চাঁদাবাজী এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান বক্তারা।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মো. স্বপন, মফিজুদ্দিন দেওয়ান,মান্নান দেওয়ান,এ্যাডভোকেট মাসুদ দেওয়ান,জালাল,সবুর সহ এলাকাবাসী।