স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।
রবিবার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এলাকার ফজলুর রহমান ইসলামীয়া মাদ্রাসায় আশুলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদদের স্মরণ করেন এবং চলমান আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনি দেওয়ান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, আশুলিয়া থানা ছাত্রদল নেতা সানোয়ার হোসাইন, আলহাজ্ব মাদবর,ইসমাইল হাবিব,মোহাম্মদ মোজাম্মেল হোসেন, এস আই আলামিন,ইমন, রয়মান মোস্তফা, হৃদয় মাদবর ,শাহরিয়ার ঈমান, মারুফ হোসেন,মাসুদ রানা ও পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওন।
আয়োজকরা বলেন, “শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল সবসময় রাজপথে থাকবে।”
মিলাদ শেষে আহতদের সুস্থতা ও দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Leave a Reply