স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন ছাত্রদলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীনতার মূল্যবোধ রক্ষা, ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস আমাদের প্রেরণা যোগায়। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি জাতীয়তাবাদী আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আমরা দৃঢ় প্রত্যয়ে বিশ্বাস করি, ছাত্রদল ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে দেশের জন্য কাজ করবে।”
মোহাম্মদ তমিজ উদ্দিন ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে দায়িত্ব পালন করার অনুরোধ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। দলটির লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায় এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখা।