স্টাফ রিপোর্টার: অক্টোবর ২০২৫ ঢাকা জেলার সাভার মডেল থানার এস আই মো. আ. ওয়াহাব ঢাকা জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে পুরস্কৃত হয়েছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব গত ৮ ডিসেম্বর দুপুর ৩ ঘটিকায় ঢাকা পুলিশ লাইন্স মিলব্যারাক কনফারেন্স হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এস আই মো. আ. ওয়াহাবের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
আয়োজিত এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপ্স আরাফাত,অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার গোয়েন্দা শাখা, অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল।
বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পুলিশ নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী,মাদক,ছিনতাইকারীসহ ডাকাতি ও অপহরণের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে বাংলাদেশ পুলিশ।
উল্লেখ্য- এস আই আ. ওয়াহাব অক্টোবর ২০২৫ এ ঢাকা জেলার অন্তর্গত ৭ টি থানার ভিতরে সর্বাধিকসংখ্যক উদ্ধারকারী, আসামী গ্রেফতার,মাদক উদ্ধার সর্বাধিক সংখ্যক সেবামূলক কার্যক্রম করতে সক্ষম হয়। এই কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে এ পর্যন্ত ৪ বার সম্মাননা স্মারক পেলেন সাভার মডেল থানার এস আই মো. আ. ওয়াহাব।







Leave a Reply