স্টাফ রিপোর্টার: ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালকে অভিনন্দন জানিয়ে সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে এ মিছিলের নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিলটিতে সাভার পৌর ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। সেই সাথে কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরমান হোসেন বাবু বলেন, মোহাম্মদ তমিজ উদ্দিন এবং মাহফুজ ইকবালের নেতৃত্বে ঢাকা জেলা উত্তরের ছাত্রদল একটি নতুন মাত্রায় কাজ করবে। তারা তরুণ প্রজন্মের মধ্যে ছাত্রদলের আদর্শ ছড়িয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নবনির্বাচিত নেতাদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী এবং সুসংগঠিত হবে। তিনি আরো বলেন, ছাত্রদল সব সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং নতুন নেতৃত্ব সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নেবে।