স্টাফ রিপোর্টার: তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে ধামসোনাতে “তারুণ্যের ভাবনায়,আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ধামসোনা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী ইসরাত জামান।
তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য রেহেনা পারভীন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউপি ট্যাগ অফিসার আবুল কালাম আজাদ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিনারুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।
এসময় অনুষ্ঠানে এটমিক এনার্জি রিসার্চ এস্টাব্লিসমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরাসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে তরুণ শিক্ষার্থীরা নিজেদের ভাবনার কথাগুলো কাগজে লিখে কর্মকর্তাদের কাছে জমা দেন
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এটমিক এনার্জি রিসার্চ এস্টাব্লিসমেন্ট স্কুল এন্ড কলেজ(এইআরই) এর সিনিয়র প্রভাষক (বাংলা) গাজী ওছিউল ইসলাম।