দেশবাসীকে পবিত্র ঈদু-উল ফিতরের শুভেচ্ছা জানালেন মেয়রপ্রার্থী খোরশেদ আলম 

Spread the love

স্টাফ রিপোর্টার: সবাইকে পবিত্র ঈদু-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক দুইবারের সফল কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

প্রিয় দেশবাসী সবাইকে মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে অগ্রীম ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম।

এসময় খোরশেদ আলম বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে আসে পবিত্র ঈদ-উল ফিতর। আর এই ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই ঈদ।

প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন ভালোবাসা ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।

তিনি আরও বলেন, ঈদ হল খুশি আর আনন্দের উৎসব, শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন।

তিনি বলেন, পবিত্র ঈদু-উল ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে আশা ব্যক্ত করেন। তিনি ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে ঈদু-উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদু-উল ফিতর। মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের অন্যতম এই ঈদু-উল ফিতর। প্রতিবছর সব শ্রেণি-পেশার নারী-পুরুষ, ধনী-দরিদ্র-নির্বিশেষে সবাই শরিক হয় এই আনন্দ উৎসবে। যে যার সাধ্যমতো এই দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকে। দেশবাসী সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদের খুশিতে সকলের জীবন ভরে উঠুক। পরিবারকে নিয়ে সময় দিন, সকল দুঃখ, ব্যথা, বেদনা, হিংসা,ভুলে গিয়ে ঈদের দিনে প্রিয়জনদেরকে উপহার দিন, সবাই হাসি-খুশি থাকবেন।

আবারও সবাইকে সাভারবাসীর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা-“ঈদ মোবারক “ঈদ মোবারক” ঈদ মোবারক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial