স্টাফ রিপোর্টার: গাজায় ও ভারতের মুসলিমদের ওপর চলমান বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে মুসুল্লি ও তরুণ প্রজন্মের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা ইসরাইল কতৃক ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ও ভারতের মুসলিম নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। এসময় তাঁরা সকলকে ভারতীয় ও ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাভারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
Leave a Reply