ফ্যাসিস্ট সরকারের ইন্ধনেই দেশে হামলা হচ্ছে:আমান উল্লাহ আমান

Spread the love

স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে সারাদেশে হামলা, ষড়যন্ত্র, সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। তারই প্রতিফলন ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন বটতলা মাঠে যুবদলের কর্মী সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। সেন্টমার্টিন যাতায়াতে বিধি নিষেধ প্রত্যাহারের রিট খারিজ।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনে মধ্য দিয়ে আগামীতে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এ ছাড়া আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান করছি।

ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ছেলে ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইফরান ইবনে আমান অমি।

সড়ক দুর্ঘটনায় ৫ বছরে পুরোপুরি নিশ্চিহ্ন দেড় শতাধিক পরিবার।

এ সময় অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ভাকুর্তা ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কদম ভূঁইয়াসহ বিএনপি’র বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
en_USEnglish