বিএনপি নেতার বিরুদ্ধে নারী শ্লীলতাহানির অভিযোগে থানার সামনে বিক্ষোভ

Spread the love

স্টাফ রিপোর্টার:ঢাকার সাভারে বিএনপি নেতা এ্যাড. মুরাদ হোসেনের বিরুদ্ধে নারী শ্লীলতাহানির অভিযোগ করেছেন দুই নারী। এর প্রতিবাদে সাভার মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪টা থেকে প্রায় ৫ টা পর্যন্ত এই বিক্ষোভ করেন তারা। এ প্রতিবাদ সভায় এলাকার কয়েকশত জনগণ উপস্থিত ছিলেন।
এসময় বিক্ষোভকারীরা দাবী করেন বিএনপি নেতা মুরাদের বিরুদ্ধে দুই নারী সাভার মডেল থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন। এই অভিযোগ মিথ্যা দাবি করে তারা এই বিক্ষোভ করেন।
তারা জানান, বিএনপি’র রাজনীতি করায় এ্যাড. মুরাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসররা তার সম্মানহানির জন্য উঠে পড়ে লেগেছে। এজন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। বিক্ষোভকারীরা এই অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
এসময় এ্যাড. মুরাদ বলেন, আমি ও আমার বাবা বিএনপির রাজনীতি করেন। আমার বাবা ৫ তারিখের বিজয় মিছিলে মারা যান।
দীর্ঘদিন আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল। তিনি ফিরে আসায় অনেকেই ক্ষুব্ধ। সেই রোষানল থেকে আওয়ামী লীগের দোসররা তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র শুরু করেছে তিনি দাবি করেন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
en_USEnglish