নিউ স্টার ২৪

নিউজ পোর্টাল

বিকেএসপি’তে অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বিকেএসপি চ্যাম্পিয়ন 

Spread the love

স্টাফ রিপোর্টার: দেশব্যাপি তারুণ্যেরে উৎসবের ধারাবাহিকতায় বিকেএসপিতে গতকাল থেকে শুরু হওয়া বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫  আজ শেষ হয়েছে। প্রতিযোগিতায় বিকেএসপি ২২ টি স্বর্ণ, ১২ রৌপ্য ও ০৩ টি তাম্র পদকসহ মোট ৩৭ টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। রাজশাহী বিভাগ ২ টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৬ টি তাম্র পদকসহ মোট ১০টি পদক নিয়ে প্রতিযোগিতায় রানার্স আপ এবং নেপাল ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি তাম্র পদকসহ মোট ৬টি পদক নিয়ে ৩য় স্থান অর্জন করে।

প্রতিযোগিতার দ্রুততম মানব-মানবী হবার গৌরব অর্জন করেন বিকেএসপির ‍শিপন মিয়া  ও  আজমী খাতুন। এ ছাড়াও প্রতিযোগিতায় বালক বিভাগে  মো: তামিম হোসেন ব্যক্তিগত ৩ টি স্বর্ণ পদক ও বালিকা বিভাগে তাসমিয়া হোসাইন ব্যক্তিগত ৪টি স্বর্ণ পদক নিয়ে শ্রেষ্ঠ এ্যাথলেট হবার গৌরব অর্জন করেন।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম এ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী অ্যাথলেটদের মাধ্যমে জাতীয় দল আরও বেশি শক্তিশালী হবে তিনি মনে করেন। তিনি নেপাল ও অন্যান্য দল সমূহকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial