স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর সুলাইমানের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার মো. হুমায়ুনের ছেলে ও স্থানীয় মনি স্টোরের মালিক মো. জুয়েলের বিরুদ্ধে চেক ডিজঅনার হওয়ায় আদালতে একটি সিআর মামলা (নং ৭৭/২৫) দায়ের করা হয়।
ওই মামলায় বিজ্ঞ আদালত জুয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর সুলাইমান প্রাইভেটকার ড্রাইভার মনির ও একজন সোর্স নিয়ে আসামি জুয়েলকে তার গোডাউন থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে প্রাইভেটকারে করে আশুলিয়ার পবনারটেক এলাকায় নিয়ে গিয়ে আটকে রেখে পরিবারের কাছ থেকে বিশ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়।
আসামি ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এএসআই মীর সুলাইমান বলেন, “আমার ওয়াইফ অসুস্থ,৫/৬ দিন ধরে বাড়িতে এসেছি,ক্লিনিকে দৌড়াদৌড়ি করতেছি। আমি এ বিষয় কিছুই জানি না, একসময় আসেন,চায়ের দাওয়াত রইল আমার তরফ থেকে চা খাওয়াবো।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম। ঘটনা সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply