মিথ্যা তথ্য দিয়ে ভূমিদস্যু বানিয়ে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Spread the love

স্টাফ রিপোর্টার: মিথ্যা তথ্য ও বামোয়াট মানববন্ধনের প্রতিবাদে ধামরাই থানার দেওনাই এলাকার মৃত আবু বকর এর ছেলে মো. আলী হোসেন ও তার পরিবার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন।

রবিবার সকালে এ সংবাদ সম্মেলনে আলী হোসেন বলেন, আমি ও আমার ছোট ভাই মো. সানোয়ার হোসেন আমাদের সাভারের বাড়ীতে বসবাস করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। এমতাবস্থার কিছু অসাধু ভূমি দখলকারী লোক আমাদেরকে ভূমিদস্যু বানিয়ে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে মানববন্ধন করে আমাদের সমাজে মানহানি ও সম্মানহানি করার চেষ্টা করছে। গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের ভাইদের কে ভূমিদস্যু বলে মিথ্যা তথ্য দিয়ে দেওনাই বাজারে মানববন্ধনের নিউজ প্রচার দেখে আমরা হতভম্ব হয়েছি। আমি ও আমার পরিবার তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, দেওনাই মৌজায় এস এ দাগ নং ৫৩৯ ও ৫৪০ এবং আর এস দাগ নং ৭৯৭ থেকে আমি ১৩ শতাংশ জমি ২-৯-১৯৯৮ ইং সনে ক্রয় করি যাহার দাতা কোরজত আলীর স্ত্রী ফজিলাতুন, যার দলিল নং ৭৬৫০ কালামপুর সাব রেজিস্ট্রার অফিসে সাবকবলা দলিল হয়। যাহা এস এ রেকর্ডিয় মালিক বান্দু মিয়া তাহার ওয়ারিশা মালিক ছেলে কোরজ আলী, যাহা গত ১৩-১২-৭৬ ইং তারিখে কোরজত আলী তাহার স্ত্রী ফজিলা খাতুন কে হেবানামা দলিলে ১৩ শতাংশ জমি দিয়ে যায় এবং কোরজত আলীর ফুপির ওয়ারিশান থেকে ফজিলা খাতুন খরিদ করেন ৮ শতাংশ এবং আনুমানিক আরো কিছু জমি স্বামীর ওয়ারিশ হিসেবে পায় ফজিলা খাতুন। অথচ এই জমিকে নিজেদের জমি দাবি করে আমার বিরুদ্ধে ধামরাই সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন আবুল হোসেন পিতা আদম আলী যাহার মামলা নং-৪৬৫/২১ যাহা বর্তমান আদালতে চলমান আছে। গত কোরবানির আগে ৩-৬-২৫ ইং তারিখে আমরা গরু ক্রয় করার জন্য সিংশ্রী বাজারের পাশে একটি গরুর ফার্মের উদ্দেশ্যে দুপুরের পর সাভার থেকে বের হয়ে সেখানে যাই, আমরা গরু দেখছিলাম এমন সময় খবর পাই আবুল গংরা আমাদের জমিতে এসে ভাংচুর করছে পরে আমরা গরু না কিনে জমিতে আসি, তখন ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়, এতে আমরা কয়েকজন গুরুতর আহত হই, এ সময় আমার কাছে থাকা গরু ক্রয় করার জন্য ৫ লাখ ৭০ হাজার টাকা লুট হয়। এ বিষয়ে আমার ছোট ভাই সানোয়ার হোসেন বাদী হয়ে ধামরাই থানায় আশরাফ (৩০), আঃ জলিল (৪০), আশিক (৩৫), শরিফ (৩৫) ও সুজন (৩৪) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার নং-০৬।

তিনি আরও অভিযোগ করে বলেন, এখনও ১ ও ২ নং আসামী জামিন না নিয়ে এলাকায় বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছেন এবং আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার জীবন নিয়ে নিরাপত্তাহিনভায় আছি।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সন্ত্রাসী, টাকা লুটকারী, ভূমি দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial