স্টাফ রিপোর্টার: ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় সাভারে আনন্দ র্যালী করেছে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সাভার থানা ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপি এ আনন্দ র্যালী করে। র্যালিটি বিরুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান আলাল এর বাড়ি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগান এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়।
এসময় সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিম, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল, বিএনপি নেতা আলমগীর হোসেন, ইব্রাহিম খলিল, মো. ইমদাদ, রাশেদুল ইসলাম রাসেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক’শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।