স্টাফ রিপোর্টার:বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারের ধামসোনা ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সবুজবাগ এলাকার এক বাড়ির উঠানে এই বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
এসময় তিনি বিএনপির ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান মনোনয়ন প্রত্যাশী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মীদের সালাম পৌঁছে দেন।
বৈঠকে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই দফাগুলোর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগ ও প্রশাসনের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তরুণ প্রজন্মকে এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাই সবসময় ধামসোনার মানুষের পাশে আছেন। তাঁর নেতৃত্বে ঢাকা-১৯ আসনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে।”
বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য ফিরিয়ে আনা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উঠান বৈঠকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধ এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই হবে পরিবর্তনের ভিত্তি।
এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন,৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকমোঃ ইসহাক, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম, ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষক মোঃ মিজানুর রহমান,
ধামসোনা ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, ঢাকা জেলা ওলামাদের যুগ্ম আহবায়ক মাওলানা মোঃ ওসমান গনি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ জনি দেওয়ান, আনিসুল হক মাস্টার, মোঃ হারুন অর রশিদ, মোঃ আমির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।















Leave a Reply