
স্টাফ রিপোর্টার: ‘মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টে-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ধরেন্ডা সেন্ট যোসেফস স্কুল মাঠে রাজাশন ছাত্র উন্নয়ন সংঘের আয়োজোনে এই খেলার উদ্বোধন করেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।
খেলার শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমিটির পক্ষ থেকে ধরেন্ডার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেরী নমিতা এসএমআরএ।
উদ্বোধনী বক্তব্যে রাশেদুল ইসলাম রাসেল বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা যায়। খেলাধুলায় মন ও শরীর ভালো থাকে। আমি চাই খেলাধুলার মাধ্যমে যুবসমাজ আগামী দিনে একটি সুন্দর সমাজ গড়ে তুলবে। সুস্থ মানসিকতা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। আমি সব সময় খেলাধুলার সাথে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনি কস্তা, রাজাশন ছাত্র উন্নয়ন সংঘের প্রেসিডেন্ট অন্তর রোজারিও প্রমুখ।এ টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ‘রাজাশন সেন্ট ভিনসেণ্ট ক্লাব বি-টিম বনাম ধরেন্ডা যুব কল্যাণ সংঘ এ-টিম।
Leave a Reply