সাভারে এক ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা,গাড়ি ভাংচুর ও লুটপাট,থানায় মামলা

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভারে এক ব্যবসায়ী উপর অতর্কিত হামলা, গাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বুধবার (২রা এপ্রিল) রাতে বিরুলিয়া খেয়াঘাট এলাকায় ফাহাদ আহমেদ নামের এক ইট ভাটার ব্যবসায়ীর উপর এ হামলা চালায় বিরুলিয়ার মামুন,বিল্লালসহ তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় ব্যবসায়ী ফাহাদ আহমেদ সহ আরো ৪ জন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পর ভুক্তভোগী ফাহাদ আহমেদ বাদী হয়ে বৃহস্পতিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬।

অভিযুক্তরা হলেন বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকার মৃত কফিলের ছেলে মোহাম্মদ মামুন (৩০), এনায়েত উল্লাহর ছেলে মোঃ বিল্লাল(২৭), আলি আশরাফ(২৮),জসীম উদ্দীন(২০),দেলোয়ার হোসেন (২৪) ৬.মেহেদী২৪) ও ইউসুফ মোল্লার ছেলে কাউসার (৩০) মোল্লা সহ অজ্ঞাত আরও ২৫/৩০ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী
ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার রুস্তমপুর এলাকা থেকে বিরুলিয়া রোড দিয়ে আমিনবাজার যাওয়ার উদ্দেশ্যে তার বন্ধু সালমান (২৯), মোঃ জীবন (৩৩) ও সজিব (৩০) সহ প্রাইভেটকার গাড়ি নং-ঢাকা মেট্রো-গ-১৫-৬২৬৮ যোগে রওনা করে। একই তারিখ রাত ৮ টার দিকে বিরুলিয়া খেয়াঘাটের একটি মুদি দোকানের সামনে পৌছানোমাত্রই অভিযুক্তরা ৫/৬ টি মোটরসাইকেল নিয়ে তাদের হাতে থাকা পিস্তল সহ দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, চাপাতি, ছুরি, সুইচ গিয়ার চাকু, এসএস শাইপ সহ তাদের গতিরোধ করে হামলা চালিয়ে সবাইকে আহত করে। ভোক্তভোগীর ব্যবসায়িক কাজের নগত ৫,৩০,০০০/-টাকা ছিনিয়ে নিয়ে যায়। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। গাড়ি ভাংচুর করে প্রায় ১,০০,০০০/-টাকার ক্ষতিসাধন করে।

ভুক্তভোগী ফাহাদ আহমেদ জানান, আমি ব্যাবসায়ী মানুষ। ঘটনার দিন সন্ধ্যার দিকে কর্মচারীদের টাকা দেওয়ার উদ্দেশ্যে আমার বন্ধুদের সাথে নিয়ে প্রাইভেটকার গাড়ি নং-ঢাকা মেট্রো-গ-১৫-৬২৬৮ যোগে বাড়ি থেকে বের হই। রাত ৮ টার দিকে বিরুলিয়ার খেয়াঘাট এলাকায় যাওয়ামাত্রই অভিযুক্তরা আমাদের উপর হামলা চালায়। এতে আমি সহ আমার সাথে থাকা তিন বন্ধু আহত হন। তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের গাড়ি ভাংচুর করে আমার কাছে থাকা ৫ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ১ জন আটক আছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ সাভারের বিরুলিয়া ব্রীজ ফুড কোর্ট মার্কেটের বিভিন্ন দোকানে চাঁদা দাবি, ভাংচুর ও মারপিটের ঘটনায় উক্ত আসামিদের বিরুদ্ধে ওইদিন আরও একটি মামলা হয়,যার নং-০৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial