স্টাফ রিপোর্টার:আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেলের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জানুয়ারি) বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের পলুর মার্কেট, গির্জা রোড ও ভিশন গার্মেন্টস হয়ে বিভিন্ন এলাকা ও পাড়া মহল্লায় রাসেলের পক্ষে এলাকাবাসী গণসংযোগ করেন।এসময় দোকান, রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ ও বাসা বাড়িতে যেয়ে সকল ভোটার এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ড কাউন্সিল রাসেল।এসময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া চান। সৌজন্য সাক্ষাৎকালে তার পাশে থাকার আহ্বান জানান কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল।
উল্লেখ্য: দীর্ঘ ১৭ বছর অনেক হামলা, মামলা ও জুলুম অত্যাচারের শিকার হয়েও বিএনপির রাজনীতি থেকে সরানো যায়নি এই বিএনপির ত্যাগী ব্যক্তিকে ।এসময় তিনি জানান গরীব-দুঃখী মেহনতী মানুষের জন্য কাজ করার লক্ষ্যে, জনগণের সেবা করার জন্য নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। সকলে যদি মনে করে তাদের কাছে আমি যোগ্য, আমাকে দিয়ে সকলের আশা পূরণ হবে তাহলেই সেই বিশ্বাস থেকে আমার পাশে সকলে থাকবে বলে আমার বিশ্বাস। গণসংযোগে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সকল শ্রেণির মানুষ।