সাভারে কুকুরের কামড়ে ৬৪ জন আহত

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভারে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ ৬৪ জন পথচারী আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাভার পৌর এলাকার রেডিও কলোনি, সাভার বাজার বাসস্ট্যান্ড, আনন্দপুর ও গেণ্ডা মহল্লা থেকে আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোসাম্মত কামরুন্নাহার।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের মধ্যে সবার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

কুকুরের কামড়ে আহত শহিদুল ইসলাম নিউস্টার২৪ কে জানান, তিনি আনন্দপুর ভার্কের সামনে গিয়েছিলেন। হঠাৎ করে একটি কুকুর তার হাতে কামড় দিয়ে ধরে রাখে। পরে কয়েকজন পথচারী কুকুরটিকে আঘাত করলে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার কথা জানান তিনি।

আরেক আহত ইয়াসিন হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি কুকুর তার ওপর আক্রমণ করে। এরপর কোমরে কামড় দেয়।

তিনি বলেন, “আমাকে কামড় দেওয়ার পর ওই এলাকায় আরও অনেককেই কুকুরটি কামড়িয়ে আহত করেছে।”

এ বিষয় চিকিৎসক কামরুন্নাহার জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বেশি জখম হয়েছেন।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
en_USEnglish