স্টাফ রিপোর্টার: সাভারে খাস জমিতে খেলার মাঠের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় লেক সিটির ভেতরে সরকারি খাসজমিতে খেলার মাঠ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় এলাকাবাসী সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী এই মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, খেলার মাঠের অভাবে এলাকার শিশু, কিশোর ও যুবকরা নানা ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। প্রতিটি এলাকায় খেলার মাঠ তৈরি করা হলে মাদকের প্রভাব থেকে যুবসমাজ কে রক্ষা করা সম্ভব।
এ বিষয়ে মোঃ আমিন বলেন, এই জমিটি সরকারি খাস জমি, আমরা শিক্ষার্থীরা এই জমিটি পরিস্কার করে খেলার উপযোগী করে তুলতে চাইলে কিছু দুষ্কৃতিকারী আমাদের এই কার্যক্রমকে বন্ধ করে দেয়।
সরকারি খাস জমি বরাদ্দ দিয়ে খেলার মাঠ নির্মাণের দাবি জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকারের কাছে।
এ বিষয়ে আকাশ বলেন,আমরা একটি মাঠের অভাবে খেলাধুলা করতে পারছি না। তাই আমরা সরকারি খাস জমি বরাদ্দ চেয়ে খেলার মাঠ নির্মাণের দাবি জানিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকারের কাছে স্মারকলিপি জমা দিবো।