স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে অজ্ঞাত হামলাকারীর ভয়াবহ হামলা। ঘরে ঢুকে গলা কেটে হত্যাচেষ্টা চালানো হয়েছে মোঃ হাসেম মিয়া (৪৫) নামের এক ব্যক্তির ওপর। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর ছোট ভাই মোঃ তাওহিদুল ইসলাম (৩৫) এ ঘটনায় মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টা থেকে ৬টার মধ্যে সাভারের পশ্চিম রাজাশনের মন্ডলপাড়ায় নিজ বাড়িতে মোঃ হাসেম মিয়ার ঘরে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা প্রবেশ করে। পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত ও আহত হন।
পরে পাশের বাড়ির এক আত্মীয় হাসেম মিয়ার মা রোকেয়া বেগম (৬৮) ও তার ছোট ভাই তাওহিদুল ইসলামকে জানালে, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাসেম মিয়াকে রক্তাক্ত অবস্থায় বিছানায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সকাল ৭টার দিকে এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
বাদী তাওহিদুল ইসলাম বলেন, “আমার বড় ভাই এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা বুঝতেই পারছি না কারা এমন নির্মম কাজ করল। আমাদের পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। আমরা চাই, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।”
এঘটনায় হাসেম মিয়ার চাচা ওলি মিয়া বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে গরুকে খাবার দিতে গিয়ে গোয়ালঘর তালাবদ্ধ দেখে আমার ভাতিজার রুমে গিয়ে দেখি দরজা খোলা। পরে রুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমার ভাতিজা। এ অবস্থা দেখে আমি দ্রুত অটোরিক্সা এনে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করি।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভুক্তভোগীর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায় এবং এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।















Leave a Reply