সাভারে চলন্ত দুই বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট

Spread the love

স্টাফ রিপোর্টার:সাভারে পৃথক স্থানে যাত্রীবেশে চলন্ত দু’টি বাসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার লুট করেছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা নারীদের টার্গেট করে ওই পরিবহনে উঠেছিলেন।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহন ও দুপুর ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী সাংবাদিক তায়েফুর রহমান বলেন, ‘আমি আমার স্ত্রী ও পরিবারসহ ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাভার থেকে ওই বাসটিতে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী যাত্রীবেশে বাসটিতে উঠে।
পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। তার মধ্যে আমার স্ত্রীর লকেটসহ প্রায় ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের টার্গেট ছিল নারী যাত্রীরা। কারন মোবাইল কিংবা টাকা-পয়সা তারা কিছু নেয় নি। শুধু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।
এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে ছিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিএন্ডবি এর আগে রাজধানী পরিবহনের একটি বাসে হঠাৎ করে তিনজন ছিনতাইকারী ওঠেন। তাদের প্রত্যেকের কাছেই চাকু ছিল।
একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়, বাকি দুইজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পিছনে বসা আরেকজন নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। তিনি বলেন, আমাদের দিনের বেলাতেও কোথাও যাওয়া নিরাপদ নয়।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এছাড়া পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও গত শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ইতিহাস পরিবহনে ছিনতাইয়ের ঘটনাসহ বিভিন্ন সময়ে দিনের আলোতেই একাধিক ছিনতাইয়ের ঘটনার সাক্ষী অসহায় যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial