
স্টাফ রিপোর্টার:সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের দিকনির্দেশনায় সাভারে ছাত্রদলের উদ্যোগে ৫ শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সাভার কলেজ, সাভার থানা ও সাভার পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হিমেল খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব হোসেন, সাভার পৌর ছাত্রদল নেতা মো. তাইম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা এবং ছাত্রদল নেতৃবৃন্দের মানবিক প্রচেষ্টাকে প্রশংসা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
Leave a Reply