সাভারে ধানের শীষের পক্ষে নারীদের নিয়ে উঠান বৈঠক

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড ঘাসমহল এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

নারী ভোটারদের নিয়ে বিশেষ এই উঠান বৈঠকে প্রায় দুই হাজার স্থানীয় নারী নেতৃবৃন্দ ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,থানা স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ আহমেদ শাহিন, কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার।

সালাউদ্দিন বাবু বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের পক্ষেই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীদের অগ্রণী ভূমিকা এই আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial