সাভারে পোশাক কারখানায় ডাকাতিকালে ২৫ লাখ টাকাসহ ৯ ডাকাত গ্রেপ্তার

Spread the love

স্টাফ রিপোর্টার: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় র‌্যাব পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুটের ৫ লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত নোয়া গাড়ি, র‍্যাবের পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাভার ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান। এর আগে, মঙ্গলবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার চাটমোহর থানার নবীন গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম, শেরপুরের শ্রীবর্দী থানার ধাতুয়া গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে সুমন মিয়া, সিদ্দিকুর রহমান, আফজাল হোসেন, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাত ও ফরহাদ হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলাম ডাকাত দলের সরদার বলে। তাদের নামে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের ডেলিকেট গার্মেন্টস এর ২৫ লাখ টাকা র‌্যাব পরিচয়ে আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই অংশ হিসেবে আজ ভোররাতে সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ি,৫ লাখ টাকা, ওয়াকিটকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ডাকাতদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ডাকাতি হওয়া আরও ২০ লাখ টাকা উদ্ধারে ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial