সাভারে কলেজে যাওয়ার পথে সড়ক ও জনপথ বিভাগের ফুট ওভার ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ছাত্রের নাম তারেক উজ্জামান (১৭) । সে সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের সামনের ফুট ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
নিহত তারেক উজ্জামান আশুলিয়ার নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানান, তারেক উজ্জামান কলেজে যাওয়ার পথে ফুট ওভার ব্রীজের নিচে ঝুলন্ত তারে আগুন দেখতে পান। পরে পথচারীদের নিরাপত্তার স্বার্থে দগ্ধ তার লক্ষ্য করে বালু ছুঁড়ে নেভানোর চেষ্টা করলে এক পর্যায়ে ছেঁড়া তারটি নিহতের দিকে ছুটে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিপিএটিসি স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply