সাভারে বাংলা নববর্ষের ৫দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন

Spread the love

স্টাফ রিপোর্টার: নতুন বাংলা বছরের আনন্দঘন মুহূর্তকে প্রাণবন্ত করে তুলতে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাসন স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে আয়োজিত এ ৫ দিনব্যাপী উৎসব ঘিরে রাজাসন স্কুল মাঠে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। এ আয়োজনে যাতে কোনো ঘাটতি না থাকে, সেজন্য সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোমবার (১৪ এপ্রিল) সকালে শুভ উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।

বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ১৪,১৫,১৬,১৭ ও ১৮ এপ্রিল পাঁচ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রবিন হোসেন ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মাহাবুব সামির।

পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর লক্ষ্যে এ আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর জন্য এক অনন্য বৈশাখী অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় স্থানীয় নেতাকর্মীরা।
মেলা প্রাঙ্গণ পরিদর্শনের সময় নেতাকর্মীরা প্রতিটি স্টল ঘুরে দেখেন, শিশুদের চিত্তবিনোদনের রাইডগুলোয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং দর্শনার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। নাগরদোলা, জেড গ্যালারী ভূতের গলি, ঐতিহ্যবাহী খাবারের স্টলসহ থাকছে শিশু-কিশোরদের জন্য নানান আয়োজন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ভলেন্টিয়ারদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেন।

মেলা পরিদর্শন শেষে বক্তারা বলেন, “বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এলাকাবাসী যেন আনন্দমুখর পরিবেশে এই উৎসবে অংশ নিতে পারে, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”এই বৈশাখে রাজাসন স্কুল মাঠ হয়ে উঠবে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডসহ দূরদূরান্ত থেকে আগত মানুষের জন্য আনন্দ ও সংস্কৃতির প্রাণকেন্দ্র।

এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আশরাফ উদ্দীন,সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, ৮নং ওয়ার্ড কমিশনার প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মেহেদী রানা শহীদ, সাভার পৌর যুবদল নেতা মো. সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial