স্টাফ রিপোর্টার: সাভারে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এ খেলার আয়োজন করা হয়। দেওগাঁও যুব সংঘের আয়োজনে এ মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলাটির আয়োজন করা হয়।
খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন একাত্তর টেলিভিশনের ফটো সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন, রেফারির দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমান,সাভার থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ঝলক, সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় দেওগাঁও অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব ও অঙ্গন একাদশ। খেলায় দেওগাঁও অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বিজয়ী হয়।