সাভারে যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার:সাভারে”মাদককে না বলি,লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি “এই স্লোগানকে সামনে রেখে রাজাসন যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ১ম কোয়ার্টার ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রীতিপূর্ণ এ খেলাটি অনুষ্ঠিত হয়। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এ্যাডভোকেট মো. আব্দুল করিম।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল।১ম কোয়ার্টার ফাইনাল ফুটবল খেলাটির শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. জাকির হোসেন।

আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. আব্দুল হালিম,জুনায়েদ ফার্মেসীর প্রতিষ্ঠাতা ডা. জামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হিমেল খান ।

১ম কোয়ার্টার ফাইনাল ম্যাচের এ খেলায় জাহাঙ্গীর ফুটবল একাডেমি ও এ জে ফুটবল একাডেমি ১-১ গোলে অমিমাংশিত থাকলে, টাই-ব্রেকারের মাধ্যমে এ জে ফুটবল একাডেমি সেমিফাইনালে উন্নিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial