স্টাফ রিপোর্টার: সাভার সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দিকনির্দেশনা গ্রহণ করেন।
নবগঠিত কমিটির সভাপতি ইমরান ইমু ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সাক্ষাৎকালে ডা. সালাউদ্দিন বাবু নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের আদর্শ, শৃঙ্খলা ও দলের স্বার্থ রক্ষায় দৃঢ় থাকার আহ্বান জানান। তিনি ছাত্রদলকে আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন।
Leave a Reply