স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য ও সাভার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুজন সিকদারের পক্ষে ছাত্রদলের সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় সুজন সিকদার বলেন, “ছাত্রদল জাতির ক্রান্তিকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি জাতীয়তাবাদী চেতনা ও আদর্শ ধারণ করে দেশের ছাত্রসমাজের জন্য নিরলস কাজ করছে।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের প্রতিটি সদস্যই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রের পক্ষে অবিচল থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা দেশের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সুজন ছাত্রদলের ঐতিহ্য ও সংগ্রামের পথকে সম্মান জানিয়ে সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ৪৬ বছরের এই পথচলায় সংগঠনটি ছাত্রসমাজের অধিকার আদায়ে সাহসী ভূমিকা পালন করে চলেছে।