সাভার নাগরিক ফোরাম’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভার নাগরিক ফোরামের উদ্যোগে রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(১৬ মার্চ) সাভার থানা রোডের মামুন পার্টিপ্যালেসে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে নাগরিক ফোরামেরে আত্মপ্রকাশ ঘটে।

সাভার নাগরিক ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব এর সভাপত্বিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারী ও আসন্ন ঢকা-১৯ আসন, সাভারে দলের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী হাসান মাহ্বুব মাস্টার, সাভার পৌর সভার সাবেক মেয়র ও সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো: রেফাতউল্লাহ, সহকারি কমিশনার (ভূমি) সাভার সদর সার্কেল জহিরুল আলম, সাভার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: ইলিয়াছ খান, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসাইন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার কলেজের সাবেক ভিপি মো: বদিউজ্জামান বদির, সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাভার শাখার সভাপতি ও সাভার কলেজের প্রথম ভিপি মো: শওকত আলী মাহমুদ।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম ধীমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাভার শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সালাহউদ্দিন খান নঈম, বিশিষ্ট ব্যবসায়ী মো: রহমত উল্লাহ, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আহসানউল্লাহ, সাভার মডেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিরাজুল ইসলাম,সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ প্রেসক্লাবের নবনির্বচিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ সাভার নাগরিক ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আজহারুল ইসলামের সঞ্চালনায় স্বগত বক্তব্য দেন সাভার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো: জিয়াউদ্দিন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাভার নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: জয়নাল আবেদীন।

সভা শেষে জুলাই বিপ্লবে হতাহত ৫ জন এবং ২৫ দুস্থ পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial