স্টাফ রিপোর্টার: সাভার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণবিষয়ক সহ-সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।
এসময় বিএনপি’র নেতাকর্মীরা বলেন, সাভার প্রেসক্লাব কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটা সর্ব সাধারণের জন্য। এই প্রেসক্লাব দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সাংবাদিকরা জাতির বিবেক তাদেরও রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ে আমরা সব সময় পাশে থাকবো।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ সাভার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।