স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের গণভোট বা প্রহসনের নির্বাচন মানবে না— এমন স্লোগানে মুখর ছিল আশুলিয়ার ইউনিক ও জামগড়া এলাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভ, ছাত্রদল নেতা জনি দেওয়ান, সানোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তৃতাকালে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন,
“এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুনভাবে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা শুরু হয়েছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের তরুণরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে অটল থাকবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদল শুধু রাজনীতি করে না, দেশের মানুষকে সত্য জানায়, স্বাধীনতার চেতনাকে রক্ষা করে। আগামী নির্বাচন হবে জনগণের ভোটের উৎসব— ক্ষমতার পালাবদলের নয়, জনগণের বিজয়ের।”
নেতাকর্মীরা কর্মসূচির সময় হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন—
“গণভোট মানি না, ভোট চাই ধানের শীষে!”“ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ”
“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ!”
এ সময় এলাকাজুড়ে ছাত্রদলের কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পথচারী, দোকানী ও স্থানীয়দের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেওয়া হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
আশুলিয়ার রাজপথে ছাত্রদলের এই কর্মসূচি ছিল শুধু লিফলেট বিতরণ নয়— ছিল এক অঙ্গীকার, যে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল থাকবে জনগণের পাশে, গণতন্ত্রের পক্ষে।















Leave a Reply