ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্ত গণমাধ্যম মঞ্চের বাণী

Spread the love

স্টাফ রিপোর্টার: আজ ৫ আগস্ট, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। বৈষম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদি শাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে ২০০৪ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। এ উপলক্ষে দেশের মুক্তিকামী জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্ত গণমাধ্যম মঞ্চ এর সভাপতি সৈয়দ শিমুল পারভেজ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং মুখপাত্র মোহাম্মদ আব্দুল্লাহ মজুমদার।

সংগঠনের অফিস বিভাগের পরিচালক এস এম নাসিম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভাপতি সৈয়দ শিমুল পারভেজ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল যুগান্তকারী এক বিপ্লব, যেখানে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ তাদের রক্ত-ঘামে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিয়েছিল। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেইসব শহীদদের, যারা শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্নে নিজের জীবন উৎসর্গ করেছেন।”
তিনি আরও বলেন, “এই দিবস কেবল অতীত স্মরণের দিন নয়—এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা বহন করে। দেশে যেন আর কখনও ফ্যাসিবাদ, দুঃশাসন, গুম, খুন ও ভোটাধিকার হরণের মতো অন্যায় না ঘটে, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, “আজকের দিনে আমরা আশাবাদী, একটি ন্যায়ের, অংশগ্রহণমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার পথেই দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্র, ন্যায়বিচার ও বাকস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিতে হবে—যে জনগণের শক্তিই হচ্ছে পরিবর্তনের মূল হাতিয়ার।”

এছাড়া, মুখপাত্র মোহাম্মদ আব্দুল্লাহ মজুমদার দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial