স্টাফ রিপোর্টার: সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর,সাভার থানা,আশুলিয়া থানা বিএনপি,স্বেচ্ছাসেবকদল, যুবদলের আয়োজনে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপিট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো: আব্দুস সোবহান এর সভাপতিত্বে ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।
আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মো: মঈন উদ্দিন বিপ্লব, সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো: তমিজ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক,একজন বীর মুক্তিযোদ্ধা ও ক্ষনজন্মা পুরুষ। দেশের ক্রান্তি লগ্নে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আগামীতেও জনতার রায় নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তত। এ দলে আমরা মরহুম রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের উত্তরসূরী। সভায় বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহবান জানান।
Leave a Reply