সাভারে ৩য় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় আটক-১

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভারে ১০ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আব্দুল লতিফ(৪৮) নামে একজকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯) সাভার পৌর এলাকার ইমান্দিপুর এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে সাভার মডেল থানায় ধর্ষণ চেষ্টা মামলা নং ৪১ দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটির মা গার্মেন্টস কর্মী হওয়ায় প্রতিদিনের মতো কারখানায় কাজ করতে যান। সেই সুযোগে আব্দুল লতিফ শিশুটিকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে আজ মঙ্গলবার সকালে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ অভিযুক্ত আব্দুল লতিফকে আটক করে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আব্দুর রহিম বলেন, আজ সকালে আসামীকে আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
en_USEnglish