সাভারে পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

0
16

স্টাফ রিপোর্টার: সাভারে পৌর যুবদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভাগলপুর টপ ক্লাস কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা জেলা যুবদলের সাবেক তথ্য- যোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আলী ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জালাল উদ্দিন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সামিরুল হক সামির এবং সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মো. এমদাদ মিয়া। আয়োজিত এ কর্মী সভায় বিএনপির নেতা ব্যারিস্টার শিহাব উদ্দিন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here