সাভারে আবু সাঈদ হত্যা: ফাঁসির দাবিতে ঢাকা-আরিচা সড়ক অবরোধ, ওসি প্রত্যাহারের আলটিমেটাম

0
121

স্টাফ রিপোর্টার: সাভারের বনগাঁও ইউনিয়নের আবু সাঈদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বোলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ প্রকাশ করে তারা সড়ক অবরোধ করেন।

এসময় বিক্ষোভকারীরা আবু সাঈদের হত্যাকারী জাকির হোসেনসহ মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানান। একই সঙ্গে সাভার মডেল থানার ওসি-কে দায়িত্ব থেকে প্রত্যাহারেরও দাবি তোলেন তারা।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, ২৪ ঘণ্টার মধ্যে খুনিরা গ্রেফতার না হলে আবারও কঠোর কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যান চলাচল অচল করে দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। তারা বলেন, আবু সাঈদ হত্যার পেছনে যারা জড়িত—তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here