বর্ণাঢ্য আয়োজনে সাভার মডেল কলেজে ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ৩০ বছর পূর্তিতে ১ম পুনর্মিলনী উদযাপন হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) পৌর এলাকার শাহীবাগের কলেজ মাঠে ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানে এ পুনর্মিলনী শুরু হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা ও ১ম পুর্নমিলনীর ব্যানারসহ রং-বেরংয়ের বেলুনে সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন রোড প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে কলেজের গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা ও অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন এবং পুর্নমিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাসান রোহান রশিদ মূল অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় কোরআন তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ানম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পুর্নমিলনী কমিটির আহ্বায়ক হাসান রোহান রশিদ। পরে দেশ-বিদেশ থেকে আগত সাবেক শিক্ষার্থীদের ও শিক্ষকদের স্মৃতিচারণ হয়।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সাভার মডেল কলেজের পুর্নমিলনীতে মোট ২৮টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা কলেজ জীবনের স্মৃতি রোমন্থন, বন্ধুদের সাথে আড্ডা ও বিভিন্ন খুনসুটিতে মেতে ওঠেন।
ঢাকা জেলার শ্রেষ্ঠ কজেলের সম্মাননা প্রাপ্ত অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে পুনর্মিলনীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাভার মডেল কলেজের ১ম পুর্নমিলনীর-২০২৫ এর মিডিয়া পার্টনার দৈনিক নয়া দিগন্ত, দ্যা নিউ নেশন, বাংলাভিশন, এশিয়ান টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial