স্টাফ রিপোর্টার:সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর আয়োজন করেন জাবাল-ই-নূর ফাউন্ডেশন।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু করা হয়।
অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন বাংলাদেশ বেতার ও জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক।
এসময় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মাও: মো. সাইফুল ইসলাম রফিক এর সভাপতিত্বে ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সহ. সেক্রেটারি অধ্যক্ষ মো. হোসাইন উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. মুফতি মো. আবু ইউছুফ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বি-পাড়ার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হাসান মাহমুদ মাস্টার, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুর রহমান, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী, মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষার্থী,অবিভাবক এবং স্থানীয় নেতাকর্মী সহ এলাকবাসী।
সিরাত ও মাহফিলে বক্তাদের আলোচনার পর জাবাল-ই-নূর ফাউন্ডেশনের আয়োজিত সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।