স্টাফ রিপোর্টার: ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, “মহান বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিনটি আমাদের স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।”
তমিজ উদ্দিন আরও বলেন, “বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের দায়িত্ব হলো এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা এবং জাতির উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়া।”
তিনি বলেন, শোষণ-বঞ্চনামুক্ত গণতান্ত্রিক বাংলাদশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে।’ তাই মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে স্বাধীনতা যুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মহান বিজয় দিবসে তিনি সবার প্রতি প্রতি এই আহ্বান জানান।
ঢাকা জেলা ছাত্র দলের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি ছাত্র সমাজকে স্বাধীনতার চেতনা ধারণ করে দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
মোহাম্মদ তমিজ উদ্দিনের এই শুভেচ্ছাবার্তা ছাত্র সমাজের মাঝে দেশপ্রেম ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।