সাভারে আওয়ামী লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

Spread the love

স্টাফ রিপোর্টার: সাভারে আওয়ামী লীগ কর্মীদের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতা।

পৌরসভার ব্যাংক টাউন এলাকার একটি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা আওয়ামী লীগের মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল  ও তার বড় ভাই ফরহাদ হোসেন।

সংবাদ সম্মেলনের শুরুতে ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল অভিযোগ করেন যে, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ৫ আগষ্টের পর থেকে নিজেদের অপকর্ম আড়াল করতে কিছু নামধারী বিএনপি নেতারা আশ্রয় থেকে আমাদের  বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের ওই সব সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত।

ছাত্রদল নেতা ফয়সাল বলেন, “আমরা বরাবরই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি এবং রাজনীতিতে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছি। অথচ আমাদেরকে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।”। ছাত্রদলের বিরুদ্ধে চালানো এসব মিথ্যা প্রচার বন্ধ না হলে তারা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আল ইসলাম, সুমন ও সালাউদ্দিন আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালিন তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াতেন। তবে ৫ আগস্ট গণঅভ্যান্তনে স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের পর তারা গা-ঢাকা দেন। পরে বিএনপির কিছু কর্মীশুন্য নেতা তাদেরকে আশ্রয় দেন। সেই সুযোগে এসব আওয়ামী সন্ত্রাসীরা পূর্বের  আওয়ামী লীগ অফিসকে বিএনপি অফিসে রূপান্তর করে। সেই সাথে বিএনপি, ছাত্রদল, যুবদলের ত্যাগি নেতাকর্মীদের ফাঁসাতে নিজেরাই তাদের অফিসে লাগানো দলীয় প্রধানদের ছবি ভাঙচুর করে।  যা আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক তাদের জন্য খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বিএনপি করে এমন ব্যক্তি এ ধরনের জঘন্য কাজ করতে পারে না। শুধুমাত্র যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের দ্বারাই এ ধরনের কাজ করা সম্ভব বলে আমি মনে করি।

এ সময় তিনি তার বক্তব্যের সমর্থনে বেশ কয়েকটি প্রমাণাদি উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান সত্য উদঘাটনের জন্য।

সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের পক্ষ থেকে ভবিষ্যতেও এরূপ অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
en_USEnglish